আজ শুক্রবার খুলনার কয়রা থানার ৬ নং উত্তর বেদকাশী ইউনিয়নের বেদকাশী দিঘিরপাড়ে “মানবতার তরঙ্গ” সংগঠনের উদ্যোগে বিশ্ব শিশু দিবস- ২০২০ পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান- আলহাজ্ব সরদার নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বেদকাশীর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু পংকজ রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন মানবতার তরঙ্গের সভাপতি মো: আয়ুব হোসেন সহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আজ বিশ্ব শিশু দিবসে মানবতার তরঙ্গ সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ আল- মামুন (সাবেক সহ- সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ- কমিটি এবং সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটি) এর সহযোগিতায় আম্পানে বিধ্বস্ত বেদকাশী ইউনিয়নের অসংখ্য অসহায় শিশুদের পোশাক ও খাবার বিতরণ করা হয় ।
“মানবতার তরঙ্গ” সংগঠনের এ উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ স্বাগত জানান। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো: আয়ুব হোসেন বলেন, “আজকের শিশু আগামীর সম্ভাবনা, তাদেরকে বাস যোগ্য একটা পৃথিবীতে সুন্দর পরিবেশে রেখে যাওয়ার দায়িত্ব আমাদের । তাই সকলে মিলে শিশুদের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।”
Leave a Reply