নারীদের প্রতি বৈষম্য দূর করার শপথগ্রহণের মধ্য দিয়ে মঙ্গলবার নানা আয়োজনে খুলনার কয়রায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অ্যাক্সেস টু জাস্টিস অ্যাট কমিনিউটি প্রকল্পের আওতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে কয়রার জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালিতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ,শিক্ষক, স্কুলের শিক্ষার্থীঅংশ নেন।এতে নেতৃত্ব দেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ।
র্যালি শেষে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা আয়োজন করা হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহআল মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী,সিএনআরএস এর অ্যাক্সেস টু জাস্টিস ‘রুল অব ল’কমিনিউটি প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা এম.আরাফাত হোসেন,জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন,ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ইকবাল হোসেন,সংরক্ষিত নারী সদস্য আমেনা খাতুন এবং রেস্টোরেটিভি জাস্টিস সহায়ক আব্দুর রাজ্জাক ঢালী।
এ সময় আরো উপস্থিত ছিল কমিউনিটি প্যারালিগ্যাল এম,এম তারিক হাসান লিটু,তুহিন হোসেন সহ ফ্যাইন্সাস অফিসার চন্দন শেখর ও আক্তার হোসেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিএনআরএস এর অ্যাক্সেস টু জাস্টিস ‘রুল অব ল’কমিনিউটি প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার শহীদ হাসান নয়ন।তিনি বলেন, নারীকে যখন দায়িত্ব দেয়া হয় তখন তার মধ্যে নেতৃত্বের গুণাবলীও প্রকাশ পায়। তাই নারীকে তার কাজের স্বীকৃতি দিতে হবে। সমাজে নিজের অবস্থান তুলে ধরতে নারীদেরকে অধিকার সচেতন হতে হবে। তখন প্রতিকূল পরিস্থিতিতেও নারী পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা এম. আরাফাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ-আল মাহমুদ সহ অন্যান্য অতিথিবৃন্দ আন্তর্জাতিক নারী দিবসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। নারী অধিকার, নারী ক্ষমতায়ন, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার, বৈশ্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অবদান বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারী শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধ করার ক্ষেত্রে সকলের প্রতি জোর আহ্বান করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো- “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”।
Leave a Reply