খুুুলনার কয়রায় “সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন “(SWF) নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।গত ২৭ ই আগস্ট সম্ভাবনাময় কয়রা বিনির্মানের প্রত্যয়ে “সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ” নামে একটি সামাজিক উন্নয়ন ও সেবামুলক সংগঠনের আত্নপ্রকাশ ঘটে।
নতুন এ সংগঠনের সভাপতির দায়িত্ব দেয়া হয় তরুণ সংগঠক মোঃ আল-আমিন হোসেনকে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে সুপ্রভাত বিশ্বাস নয়নকে।সংগঠনটির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগাঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নিকোলাস গাইন, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান,সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিজয় কুমার সরদার, প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাগর গাইন, সাহিত্য বিষয়ক সম্পাদক সোহানুর রহমান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ শাহরিয়া তানিম প্রমুখ। নব- নির্বাচিত সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে নতুন সংগঠনটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ আল- আমিন হেসেন সভাপতির দায়িত্ব পেয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- “সামাজিক উন্নয়ন ও সেবামুলক এ প্রতিষ্ঠানটি জনগণের পাশে আছে এবং থাকবে, পাশাপাশি যেকোন সমস্যা সমাধানে আমরা কয়রাবাসীর পাশে থাকবো। “
Leave a Reply