খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)’র বহনকারী সরকারি গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম রমজান হোসেন (১৬)। খাগড়াছড়ি সদর থানার ডিউটি অফিসার এসআই মোঃ জাহিদ বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া এলাকার বাসায় ফিরছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পুকুর পাড়ে দেশীয় অস্ত্র (দা) দিয়ে চেয়ারম্যানকে বহনকারী সরকারি পাজেরো গাড়িতে হামলার চেষ্টা করে আটককৃত রমজান। তাৎক্ষণিক চেয়ারম্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল অভিযুক্ত ছেলেটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে খাগড়াছড়ি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
আটককৃতের বাবা নুর মিয়া জানান, দিনমজুরী করে তিনি সংসার চালান। ২০২০ সালের শেষ দিকে তার বড় ছেলে রমজান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরবর্তীতে তাকে চট্টগ্রামে চিকিৎসা করানো হয়। মাঝখানে সুস্থ হয়ে উঠলে কিছুদিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়েছে। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছে না।
খাগড়াছড়ি সদর থানার ডিউটি অফিসার এসআই মো. জাহিদ জানান, চেয়ারম্যান অক্ষত আছেন। আটকৃকত ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এখন পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply