করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সরকারের নির্দেশনা পালন নিশ্চিতে খাগড়াছড়িতে ফের মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।
খাগড়াছড়ি পৌর শহরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকাল থেকে খাগড়াছড়ি সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন। জেলা সদর ছাড়াও জেলার অপর ৮টি উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত বছরের ২৯ এপ্রিল খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগের মতে, খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ৮শত ২৫ জন। আর মৃত্যু ৭ জন। তবে বেসরকারী হিসেবে মৃতের সংখ্যা ১০ জন।
Leave a Reply