ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা ভিত্তিহীন মামলায় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গাব্রিজ এলাকায় জেলা ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা ছাত্রদলের নেতাকর্মী সহ জেলার সদর উপজেলা, পৌর ও কলেজসহ, দিঘীনালা, গুইমারা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙা, পৌর ও কলেজ ছাত্রদল সহ সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা, মিথ্যা ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্বাচন থেকে জনগণের দৃষ্টি দূরে রাখার জন্য বিভিন্ন পৃথক পৃথক জায়গায় বাস পুড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ভাবে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
Leave a Reply