খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ এর নেতৃত্বে বিবাহিত ও অ-ছাত্রদের নিয়ে প্রেস কমিটির বিপক্ষে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয় উপজেলা ছাত্রলীগের একাংশ।
১৫ নভেম্বর (রবিবার) সকালে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে বিক্ষোভ সমাবেশ বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে লারমা স্কোয়ারের সামনে ২টি জীপ, ২টি ফিকাপ ও ১টি মাইক্রো ভাংচুর করে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বিক্ষোভ কর্মসূচি হতে অপু চৌধুরী, বাবু চক্রবর্তী ও আমানুর ইসলাম শান্ত নামে ৩ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব বলেন, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধকারীদের মধ্য হতে ৩ জনকে আটক করা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায়, আটককৃত অপু চৌধুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আমানুল ইসলাম শান্ত সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।
Leave a Reply