পার্বত্য জেলা খাগড়াছড়িতে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার।দিনকে দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
খাগড়াছড়িতে দিন দিন করোনার সংক্রমণে আক্রান্ত হচ্ছে পুলিশ, আনসার, চিকিৎসক, নার্স, ব্যাংক কর্মকর্তা সহ নানা শ্রেণীপেশার মানুষ।
খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে রামগড় উপজেলায় ৭ জন ও মানিকছড়িতে ১ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত ১৩৫২ জনের নমুনা প্রেরণ করা হয়েছে।তবে ফলাফল এসেছে ৯৮৩ জনের।
সংক্রমণ হারের বিবেচনায় মানিকছড়ি,রামগড় পৌরসভা ও খাগড়াছড়ি পৌর শহরকে রেড জোনের আওতায় রাখা হয়েছে।
এছাড়া মাটিরাঙা ,দীঘিনালা,পানছড়ি, লক্ষীছড়িকে গ্রীন জোনের আওতায় রাখা হয়েছে।
Leave a Reply