পার্বত্য খাগড়াছড়িতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক না পরা ও লকডাউন আইন অমান্য করায় ৩৭ জনকে ৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।
চলতি মাসের (১৬-১৯ এপ্রিল) মোট ০৪ দিন উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন বলেন, সরকারি নির্দেশনা না মেনে অযথা সড়কে ঘোরাফেরা করা, লগডাউন অমান্য ও মাস্ক পরিধান না করায় এ জরিমানা করা হচ্ছে। করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে এই মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। সে সাথে লকডাউনসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply