হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ির দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগ একটি হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি খাগড়াছড়ির দলীয় কার্যালয় থেকে আদালত এলাকা ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে হরতাল ও সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তারা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন।
এদিকে হেফাজতের ডাকা হরতালে খাগড়াছড়ির কোথাও জনজীবনে কোন প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে সবকিছুই, দোকান পাটও খোলা। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।
Leave a Reply