খাগড়াছড়িতে পৌরসভা নিবার্চনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোঃ রফিকুল আলমকে (মোবাইল ফোন প্রতিক) ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার সময় খাগড়াছড়ি শহরের শালবন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান (সাকিল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় এ দণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান (সাকিল) জানান, মেয়র প্রার্থী মোঃ রফিকুল আলম লোক সমাগম জমিয়ে মিছিল করে লিফলেট বিতরণ করছিল। এ কারণে পৌরসভা নির্বাচন আচরন বিধিমালা, ২০১৫ এর ৭ (ক) বিধি লঙ্ঘনের অপরাধে ৩১ ধারায় এ দণ্ড প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। পৌরসভায় ১৮টি কেন্দ্র রয়েছে। এবার মোট ভোটার ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১ জন ও নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন।
Leave a Reply