আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশনরত খুবির (খুলনা বিশ্ববিদ্যালয়) দুই শিক্ষার্থীর সাথে কথা বলেছেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রথমে তিনি অনশনরত দুই শিক্ষার্থীকে তাদের কর্মসূচি থেকে সরে দারানোর আহবান জানান এবং পরে শিক্ষার্থীদের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে আলাপ করেন।
শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে তিনি বলেন, আজ শুক্রবার বেলা তিনটার ভেতর অনশনরত শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ক্ষমা চেয়ে শাস্তি কমানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করলে কর্তৃপক্ষ তাদের আবেদন বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করবে। অনশনরত দুই শিক্ষার্থী এ প্রস্তাবে রাজি থাকলে কেসিসি মেয়র বিকাল তিনটায় এসে তাদের এই অনশন ভাঙাবেন বলে জানিয়েছেন। খুবি উপাচার্য, উপ উপাচার্য ও ট্রেজারার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply