গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটের তথ্য সংগ্রহ করতে গিয়ে দলীয় এজেন্টর হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার উপজেলার ১০নং রাখালবুরুজ ৬নং ওয়ার্ড ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হলেন ‘দৈনিক বিজয় বাংলাদেশ’ পত্রিকার গাইবান্ধা জেলা বিশেষ প্রতিনিধি আহসান হাবীব প্রধান লিংকন।
প্রত্যক্ষদর্শীরা জানায় ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১০নং রাখালবুরুজ ৬নং ওয়ার্ড কেন্দ্রে পরাজিত মেম্বার পদপ্রার্থী তালা মার্কার শরিফুল ইসলাম ও ফুটবল মার্কার আমিরুল ইসলামের কারচুপি, ব্যালট ছিনতাই ও সহিংসতার ফুটেজ সংগ্রহের সময় তার সমর্থক সাংবাদিক নামধারী দুস্কৃতিকারী ও দলীয় এজেন্ট মোয়াজ্জেম হোসেনের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী বাহিনী কর্তৃক মাথা ফেটে মারাত্মক ভাবে আহত হয়েছেন ‘গোবিন্দগঞ্জ প্রতিদিন’ এর সম্পাদক, ‘দৈনিক বিজয় বাংলাদেশ’ পত্রিকার গাইবান্ধা জেলা বিশেষ প্রতিনিধি, ‘মেট্রোনিউজ’, ও ‘দৈনিক নবচেতনা’ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি আহসান হাবীব প্রধান লিংকন।
ওই ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাজী এ এফ এম মামুনুর রশিদ জানান, ভোট গননার পর ফলাফল ঘোষণা করার সময় অরাজক পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে মোয়াজ্জেম হোসেন মেম্বার পদের বাতিলকৃত কিছু ব্যালট পেপার ছিনতাই করে। পরে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বার পদে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করে গোবিন্দগঞ্জে ফেরার সময় ওই গ্রামের পশ্চিম পাড়ায় পৌঁছুলে মোয়াজ্জেমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের গতি রোধ করে বেদম মারপিট করে।ঐ দিনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
সেই সাথে বিবৃতিতে কথিত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন ও তার ছোট ভাই চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি মঞ্জু মিয়াসহ তার সাঙ্গ-পাঙ্গদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
Leave a Reply