গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অধীন ৫৭টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়।সেই ধারাবাহিকতায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সর্বমোট ১১ টি কেন্দ্রে ১০৭৮৩ জন পরিক্ষার্থী বিজ্ঞান বিভাগে (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়, সকাল থেকে অভিভাবকদের সঙ্গে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের স্কাউট সদস্যরা পরীক্ষার্থীদের নির্দিষ্ট আসনে যেতে সাহায্য করছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সদস্যদের সঙ্গে পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা সমিতি সেবা কার্যক্রম অব্যাহত রাখেন। সেই সাথে পাবিপ্রবি শাখা ছাত্রলীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ ভর্তি পরীক্ষার্থীদের মাঝে সুপেয় পানি,কলম প্রদান সহ ব্যাতিক্রম জয় বাংলা বাইক সার্ভিস সেবা চালু রাখেন।
এ সময় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লেলিন খান বলেন- ” বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম পাবিপ্রবি। আমরা পাবিপ্রবি শাখা ছাত্রলীগ গত ৩ দিন যাবত ভর্তি পরীক্ষার্থীদের কাজ করেছি। যার ফলস্বরূপ আজ সুপেয় পানি,কলম,বাইক সার্ভিস সেবা সহ সকল প্রকার সাহায্য করতে সক্ষম হই। যা সবসময় অব্যাহত থাকবে। ”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রেইন জানান- পিতা মুজিবের আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ আমরা। প্রতি বছর আমরা ভর্তি পরীক্ষার্থীদের জন্য সেবা চালু রাখি। এই বারো অব্যাহত রেখেছি। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হয়ে আজীবন সাধারণ শিক্ষার্থী দের জন্য কাজ করে যাবো।
কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে উপাচার্য ড. হাফিজা খাতুন বলেন, পরীক্ষার সার্বিক অবস্থা নিয়ে আমি সন্তুষ্ট। ভর্তি পরীক্ষার কমিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পাবনা ডিসি অফিস, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশসহ সবার সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়াও প্রক্টর কামাল হোসেন জানান- ” খুবই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যাদের সহযোগিতায় আমরা ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ”
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Leave a Reply