সারাদেশে অনুষ্ঠিত ২২ টি বিশ্ববিদ্যালয়ের সম্বনয়ে গঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম আজ সি ইউনিটের পরীক্ষার মাধ্যেমে সম্পন্ন হয়েছে।
সারাদেশের ১৯ টি উপকেন্দ্রের ন্যায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা।
এ সময় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষাকে নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন,পুলিশ প্রশাসন,স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সেবা প্রদান করেন। এ সময় খোজ মেলে হাতে লাঠি ও মুখে বাশি নিয়ে একজন স্বেচ্ছাসেবী যিনি প্রখর রোদ্রকে উপেক্ষা করে রাস্তায় যানবাহনের ভিড় দূর করছেন এবং শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সুযোগ করে দিচ্ছেন। পরবর্তীতে অনুসন্ধ্যান করে সত্যতা মিলে, উক্ত ব্যাক্তি নাইমুল হাসান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী। এসময় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী টিপু আগরওয়াল জানান- ” আমি বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলি ক্যাম্পাস নামক সংবাদমাধ্যমের প্রতিনিধি হওয়ায় গত দুই ইউনিট ভর্তি পরীক্ষায় নাইমুল হাসানকে লক্ষ্য করি। নাইমুল হাসান আমাদের বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী। প্রখর রোদ্রে নাইমুল হাতে লাঠি ও মুখে বাশি নিয়ে রাস্তার ভিড় দূর শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সুবিধা করে দিচ্ছেন। এসময় একান্ত স্বেচ্ছায় নাইমুলের এমন কাজে আমি বিস্মিত ও গর্বিত অনুভব করি। নাইমুলের মতো নিরংকারী ব্যাক্তিত্বরা আসলের সমাজের জন্য অত্যন্ত গর্বের। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নাইমুলের এমন কাজ সত্যিই আমাদেরকে অভিভূত করে। আমাদের তরুন প্রজন্মের উচিত নাইমুলের মতো ব্যাক্তিত্বদের কাছ থেকে শিক্ষা নেওয়া। “
Leave a Reply