বাস দুর্ঘটনা এখন এক ছেলেখেলা হয়ে দাড়িয়েছে গোপালগঞ্জে।শহরের রাস্তাগুলো তে প্রায়’ই দুর্ঘটনা র চিত্র মিলছে। গত ১৫ ই জানুয়ারি ২০২১ (শুক্রবার) টেকেরহাট থেকে গোপালগঞ্জ আসার পথে আনুমানিক বিকাল ৩:২৮ মিনিটে স্থানীয় ভেড়ার বাজার পার হয়ে টোল অফিস সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনা র স্বীকার হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এই দুর্ঘটনা’তে কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
ভুক্তভোগী এক যাত্রী জানান,এই রোডের বেশিরভাগ বাসের ফিটনেস ঠিক নেই এবং বাস ড্রাইভারের গাফলতি’র জন্য এই দুর্ঘটনা ঘঠেছে,কিন্ত বাস স্টাফদের ভাষ্যমতে, অটো রিক্সা বাঁচাইতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী যাত্রীরা জানান, অতিদ্রুত গোপালগঞ্জ থেকে টেকেরহাট সহ অন্যান্য রুটের সকল বাসের ফিটনেস ঠিক সহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলে তারা আশা করছেন।
Leave a Reply