গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ নামের সংগঠন এর সদস্যরা শহরের লঞ্চঘাট পৌর পার্ক প্রাঙ্গনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা থেকে শহরের পৌর পার্ক প্রাঙ্গণে পথশিশুদের সাথে গল্প, আড্ডা আর গানে মেতে ওঠে সংগঠনটির সদস্যরা।ভালবাসা হোক অবিরাম,ভালবাসা হোক সর্বস্তরের মানুষের জন্য। সংগঠন’টি র পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরাও গান আর কবিতা আবৃতির মাধ্যমে জানান দেন পর্যাপ্ত সুযোগ পেলে তারাও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
আড্ডা শেষে বিকাল ৪.৪৫ এ শহরের বিভিন্ন অবহেলিত ৩২জন শিশুকে নিয়ে কেক কাটেন সিআরসি’র সদস্যরা। এ সময় সব শিশুকে কেক খাওয়ানো ও চকলেট বিতরণ করা হয়। ভালোবাসা দিবসে এমন উপহার পেয়ে দারুণ আনন্দিত শিশুরা।
পথশিশুদের নিয়ে এই আয়োজন সম্পর্কে সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মোঃ মাসুকুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তিনি বলেন ভালোবাসাপূর্ণ সুন্দর একটি বিকেল উপহার দেওয়াই ছিলো আমাদের একান্ত উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য আমরা সফলভাবে সম্পন্ন করেছি সকলের সহযোগিতায়। এই অসহায় পথশিশুদের সকল সুসময় এবং দুঃসময়ের সঙ্গী হয়ে এভাবে কাজ করে যাবো আমরা, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশুমুক্ত” স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে পথশিশু বিষয়ক এই সংগঠনটি। শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি সংগঠনটি শীতার্থদের সহযোগিতা, পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিতদের আর্থিক সাহায্য প্রদান, প্রতি ঈদে নতুন পোশাক বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ নানা ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে থাকে।
Leave a Reply