আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি, ২০২১) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, মুজিবশত বর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় গোপালগঞ্জের পাঁচ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৭৮৭ টি ঘর নির্মান করে দেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ওসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, এসিল্যান্ড মনোয়ার হোসেন, এনডিসিসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও, মাননীয় জেলা প্রশাসক জানান, আগামী সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের এ ঘর উদ্বোধন করবেন।
ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাাণে মুজিববর্ষে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় ‘বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের পাঁচ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৭৮৭টি ঘর নির্মান করে দেয়া হচ্ছে।
যার প্রেক্ষিতে, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮০টি, কাশিয়ানী ২০০টি, টুঙ্গিপাড়ায় ২৭টি, কেটালীপাড়ায় ৩০টি, মুকসুদপুর ৫০টি দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের কাজ চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ হলে মাথা গোজার ঠাই হবে গৃহহীন ও ভূমিহীন এসব পরিবারের। সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মোট ৬৬১৮৯টি ঘর নির্মাণ করা হচ্ছে।
Leave a Reply