২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
আজ ২২ ফেব্রুয়ারী ( সোমবার) গোপালগঞ্জের জেলা শহরে ভাষা শহীদদের স্মরণে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা , চেয়ারম্যান, জেলা পরিষদ গোপালগঞ্জ চৌধুরী এমদাদুল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (গোপালগঞ্জ) আয়েশা সিদ্দিকা পিপিএম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মীগণ, সংস্কৃতিকর্মী ও অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের স্মরণে দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা এবং পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
জানা গিয়েছে তাদের এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে ভাষা শহীদদের ইতিহাস তুলে ধরা এবং মাতৃভাষার ইতিহাস সমুন্নত রাখা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীতে এমন কোন জাতি নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে। শুধু বাঙালি জাতি ই এরকম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বাঙালি জাতি প্রজন্মের পর প্রজন্ম ওই সমস্ত সূর্যসন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে। সেই সাথে নতুন প্রজন্ম আমাদের বাংলা ভাষা ও বাঙালি জাতির ত্যাগের ইতিহাস ধারন করবে।
Leave a Reply