গোয়ায় পদ্ম ফুল ফুটিয়ে নজর কেরেছে গেরুয়া শিবির। পাঞ্জাবে বিজেপি খেয়েছে ধাক্কা। দিল্লির আম আদমি পার্টি এসে জয় করে নিয়েছে রাজ্য। অন্যান্য রাজ্যে জয় এলেও সামলাতে হয়েছে বড় ধাক্কা। কিন্তু গোয়া রাজ্য যেনো পদ্মফুলের জন্যই মুখিয়ে ছিলো।
অন্যান্য রাজ্যে হার আর চাপ সামলালেও গোয়ার ভেতরে এ যেনো পদ্মঝড়!
গোয়াতে বড়সর জয় পেয়েছে বিজেপি। ফের ক্ষমতায় ফেরার তোড়জোর শুরু করেছে গেরুয়া শিবির। কার্যত গোয়া আর মণিপুরে একক বৃহত্তম দল হিসাবে গণ্য করা হচ্ছে বিজেপিকে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, গোয়ার মানুষকে ধন্যবাদ। গোয়ার জন্য আমাদের স্বংয়সম্পূর্ণ প্ল্যান রেডি রয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছি। নির্দল ও অন্যান্য দলও আমাদের কাছাকাছি আসছে। প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প আমাদের সহায়তা করেছে। আমাদের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এতে আমরা খুশি।
“প্রচারে নেতৃত্ব দেওয়ার জন্য দল আমার উপর ভরসা রেখেছিল, এতে আমরা খুশি।” জানিয়েছেন প্রমোদ সাওয়ান্ত।
Leave a Reply