ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২জুন ২০২০) সম্প্রতি দেশব্যাপী বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফান এর তান্ডবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকার একটি সাতক্ষীরায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। জাতীয় নেতা শেখ সেলিম পুত্র ও যুবনেতা ব্যারিস্টার শেখ ফজলে নাইম এর পক্ষ থেকে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃত্বে সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় বলে জানা গিয়েছে।
তাদের সার্বিক খোজ খবর নিয়ে পরবর্তীতে আবারো সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষে জাহাঙ্গীর আলম, শেখ তারেক, ফাহাদ সার্জিল, বাবু শিকদার,নাহিদ হাসান আল কুরায়েশী, ইয়ামিন হোসেন,মেহেদী হাসান সুমন,মিনহাজুল ইসলাম আকাশ সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা এই উপহার সামগ্রী বিতরণে অংশ নেন।
উপহার সামগ্রীর প্রতিটি ব্যাগে ছিলোঃ
১)চাল -৬কেজি
২)ডাল -১কেজি
৩)পিয়াজ- ১ কেজি
৪)আলু -২ কেজি
৫)তেল -১ লিটার ও
৬) চিড়া।
উপহার সামগ্রী বিতরণে উপস্থিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা জানান সারাদেশের যুব সমাজের অহংকার ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভিভাবক শেখ নাইম এর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছেন। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আবারো পাশে দাঁড়ানোর কথাও জানান তারা।
Leave a Reply