কক্সবাজারের চকরিয়ায় ৫ মামলার পলাতক আসামি ফারুক ওরফে রুবেল কিরণমালা (২৮) কে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হারবাং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম। গ্রেফতার ফারুক ওরফে রুবেল কিরণমালা চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ নিজপানখালী চরপাড়া এলাকার মৃত মো. শফির ছেলে। গ্রেফতার অপরজন হলেন একই এলাকার আবদুল মান্নান ওরফে মিন্টু (৩০)। সে ফারুকের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ফারুক বহু অপকর্মের হোতা এবং তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরি সহ ৫ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এএসআই সোলাইমান খাঁন, এএসআই রাজীব ফোর্সসহ অভিযান চালিয়ে সহযোগীসহ তাকে আটক করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, বুধবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরি সহ ৫ টি মামলার পলাতক আসামি ফারুক ও তার সহযোগী মিন্টুকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার ফারুক ও তার সহযোগী মিন্টুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply