কক্সবাজারের চকরিয়ায় হত্যা, হত্যাচেষ্টা, দস্যুতা ও চুরিসহ সহ ৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী শাকিল প্রকাশ মুছাকাক্কা (২৮) কে গ্রেপ্তার করেছে হারবাং ফাঁড়ি পুলিশ। সে বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া মাহমুদনগর গ্রামের নুরুচ্ছফা’র ছেলে। গতকাল ১৯ মার্চ (বুধবার) বরইতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দলবল নিয়ে প্রভাব বিস্তার করার জন্য হত্যাসহ ৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামী শাকিল প্রকাশ মুছাকাক্কা অবস্থান করতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই রাজীব সহ তাকে ধৃত করার চেষ্টাকালে পুলিশের অবস্থান টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় স্কুল থেকে আনুমানিক ৫শ গজ দূরে নুরুন নবীর সুপারী বাগান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী (পিপিএম) জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাসহ ৪টি মামলার আসামী শাকিল প্রকাশ মুছাকাক্কাকে ওয়ারেন্টমূলে বরইতলী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সে একজন পেশাদার অপরাধী। গ্রেপ্তার পরবর্তী তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply