কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং রিক্সা চালক সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিরানুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে সমিতির সদস্যরা টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন। এ বিষয়ে সমিতির সভাপতি ও হারাবং ইউপির সাবেক চেয়ারম্যান মিরানুল ইসলাম, সম্পাদক মো. বেলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম এর বিরুদ্ধে হারবাং ইউপি কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সমিতির সদস্য মো.এরশাদ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত সদস্যরা বলেন, ২০১৪ সালে এই সমিতি প্রতিষ্টিত হয়। সমিতির সদস্য সংখ্যা ২শত জন। প্রতিষ্টার পর থেকে সমিতির সদস্যদের মাসিক চাঁদা বাবদ টাকার কোন হিসাব প্রদর্শন করেনি তারা। হিসাব চাওয়া হলে উল্টো সদস্যদের হুমকি-ধমকি প্রদান করা হয়। সমিতির প্রায় ১৫ লক্ষা টাকা আত্মসাত করা হয়েছে বলে দাবী করেন অভিযোগকারী এরশাদ। এ বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিরানুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন; কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সমিতিতে আমি কোন ধরনের দায়িত্বে নেই। বর্তমান চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ আমার বিরুদ্ধে কুৎসা রটনা করতে এসব করছে। সমিতির সদস্যরা কতটাকা করে পাবে তাও তাদের হিসাব বইয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এদিকে সমিতির টাকা আত্মসাতের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন । বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী আশেকুর রহমান বলেন, মাথার ঘাম পায়ে ফেলে রিকশা চালিয়ে মাসিক ভিত্তিতে জমানো টাকা আত্মসাৎ করায় আমরা প্রশাসনের মাধ্যমে আমাদের টাকা উদ্ধার করার দাবী জানাচ্ছি। এদিকে, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
Leave a Reply