বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত 

চকরিয়ার বরইতলীতে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩১৪ ০০০ বার

চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সিকদারপাড়া ছড়ারকুল দক্ষিণ বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া ফসলি জমি থেকে আইন অমান্য করে প্রকাশ্য দিবালোকে ২টি স্কেবটর দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। এতে এলাকার ফসলি জমির পরিমাণ কমে জাতীয় ফসল উৎপাদনে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে এ এলাকার কৃষকরা। এছাড়াও স্কুল ভবন লাগোয়া জমি থেকে গভীর করে মাটি কর্তনের কারণে আসন্ন বর্ষা মৌসুমে স্কুল ভবনটি ধসে গিয়ে বড় ধরনের দূর্ঘটনার শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। এসময় স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, অনেকটা জোর জুলুম করেই কেটে নেয়া হচ্ছে স্কুল ভবন লাগোয়া ফসলি জমির এসব মাটি। ফলে কমছে ফসল আর বেকার হচ্ছে কৃষক। পরিবেশও পড়ছে হুমকির মুখে।উপজেলার বরইতলী ইউনিয়নের সিকদারপাড়া ছড়ারকুল এলাকায় এ পর্যন্ত প্রায় ২শত শতক ফসলি জমির মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটাসহ বিভিন্ন জলাশয় ভরাটের জন্য। এমনকি, এখনও চলেছে মাটি কাটার এ মহোৎসব। ফলে ব্যাহত হচ্ছে কৃষি পন্য উৎপাদন ক্ষমতা। চকরিয়ার ওই এলাকাটিতে প্রচুর কৃষি জমি রয়েছে। প্রতি বছর ফসলও হয় ভাল। এ থেকে কৃষকের আয় রোজগারও ছিল ভাল। কিন্তু গত কয়েক বছর যাবত সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি প্রভাবশালি চক্র কৃষকদের বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন, ওয়ারিশ পাওনা ও বিভিন্ন লোভ-লালসা দেখিয়ে সামান্য মাটির কথা বলে জমিতে মাটি কাটতে শুরু করে। কিন্তু একবার জমিতে মাটি কাটা শুর করতে পারলেই তাদের আর ঠেকায় কে! পুরো জমিটি তাদের দখলে চলে যায়। তারা মাটি কাটার মেশিন স্কেবটর দিয়ে পুরো জমি এমন গভীরভাবে কাটে যে, তাতে পাশ্ববর্তী জমির মাটিও কয়েক ঘন্টার মধ্যে ভেঙ্গে পরতে শুরু করে। তখন পাশ্ববর্তী জমি নষ্ট হয়ে যাওয়ায় ওই জমির মালিকও তখন তার জমি ওই ভূমিদস্যুদের কাছে চাপে পরে স্বল্পমূল্যে জমিটির মাটি বিক্রি করতে বাধ্য হয়। এমনকি ঐ মাটি ইট ভাটায় নেয়ার কোন রাস্তা না থাকায় সাইফুল বাহিনী পার্শ্ববর্তী ফসলী জমির উপর দিয়ে জোর করে ট্রাক ভর্তি মাটি নিয়ে যায়। এতে এ সকল জমির ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বছরসহ গত কয়েক বছরে এভাবে মাটি কাটায় ওই এলাকার শত শত বিঘা জমি এখন খালে (প্রায় ১০/১৫ ফুট গভীর) পরিণত হয়েছে। ভূমি দস্যু এই চক্রটি এতই প্রভাবশালী যে, তাদের ভয়ে কোন জমির মালিক কিছু বলতে সাহস পায়না। অথচ আইনের ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী এসব অপরাধীর শাস্তি হচ্ছে অনধিক দুই বছরের কারাদন্ড বা দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডেদন্ডিত হবেন। অন্যদিকে সাইফুলের মাটি কাটার জন্য স্কেবটরের যোগান দিয়ে থাকেন কামরুল ইসলাম নামের এক ব্যক্তি। তার মালিকানাধীন ৪-৫টি স্কেভটর আছে বলে জানা গেছে। এছাড়াও তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী হিসেবে আছেন বলে জানা যায়। এদিকে মাটি কাটার ব্যাপারে সাইফুল ইসলাম ও কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তারা জানান, খতিয়ানী জমির উপরি ভাগের মাটির অংশ টাকা দিয়ে কিনে তারা স্কেবটর দিয়ে কেটে বিক্রি করছে। এখানে কারো অনুমতি বা কাউকে অবগত করার প্রয়োজন নেই। অপরদিকে, এবিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি মাটি কাটার ব্যাপারে অবগত ছিলেন না বলে জানান এবং এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..