বনের জমি পুনরুদ্ধারে সারাদেশে যেখানে সাড়াশি অভিযানে নেমেছে বনবিভাগ, সেখানে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৮নং ওয়ার্ডের গয়ালমারা স্টেশন লাগোয়া চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সংরক্ষিত বনের জায়গা দখল করেই চলছে বহুতল পাকা ভবন নির্মাণ।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন হারবাং বনবিটের গয়ালমারা স্টেশন এলাকায় সংরক্ষিত বনভূমির জমি দখল করে নির্মিত হচ্ছে একটি পাকা বহুতল দালান (ভবন)। নির্মাণাধীন ওই ভবনের দুইতলার পাইলিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। এখন ইট গাঁথুনির কাজ চলছে। আশেপাশে মজুদ রয়েছে ইট, বালি, রডসহ যাবতীয় কাঁচামাল ও সরঞ্জাম।
গত কয়েকমাস ধরে একই এলাকার মৃত আবদুল সোবহানের ছেলে সাউথ আফ্রিকা প্রবাসী আরিফ রহমান বাদশা ভবনটি নির্মাণ করে আসলেও তা নজরে আসেনি বনবিভাগের। এ ব্যাপারে আরিফ রহমান বাদশার কাছে জানতে চাইলে তার ভবন নির্মাণের জায়গাটি বনবিভাগের নয় বলে দাবি করেন এবং ভবন নির্মাণকৃত জায়গাটি সরকারি খাস জমি বলে জানান। এদিকে এবিষয়ে নিশ্চিত হতে হারবাং বনবিটের বিট কর্মকর্তা জলিলুর রহমানের সাথে কথা বলেন সাংবাদিকরা। পরে বিট কর্মকর্তা জলিলুর রহমান তাদের বনবিভাগের নির্দিষ্ট ম্যাপ দেখে সাংবাদিকদের জানান, ভবন নির্মাণের জায়গাটি বনবিভাগের। এসময় তিনি হারবাং বনবিটে বিটকর্মকর্তা হিসেবে সদ্য যোগদান করেছেন বলে জানান। তাই বনের জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়টি নিয়ে তিনি অবগত ছিলেন না। সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এসময় তিনি আরো বলেন, কোন বনভূমি দখলকারীকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে উচ্ছেদ অভিযান চালানো হবে।
Leave a Reply