কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝণঝনিয়া ব্রীজ লাগোয়া ৯নং ওয়ার্ড এলাকায় ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ডাম্পার ট্রাক আটক ও দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে বালি পরিবহনের দায়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাজেম উদ্দিন নামের ১ ডাম্পার চালককে ২মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। সোমবার (৬মার্চ) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এদিকে, এ অভিযানের পর আটক দুটি ডাম্পার গাড়ির মধ্যে বালু ভর্তি একটি ডাম্পার গাড়ি বনবিভাগ এবং আরেকটি চকরিয়া উপজেলা প্রশাসন জব্দ করে নিয়ে যায়। বনবিভাগ ও চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত দুটি গাড়ির জন্য বনবিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা আলাদা মামলার প্রস্ততি নেওয়া হয়েছে। এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, আমার ইউনিয়নে কোন ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চলতে দেওয়া হবে না। বনখেকো ও বালিখেকোদের বিরুদ্ধে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।
Leave a Reply