কক্সবাজারের চকরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদস্থ আহমদ হাসান মেমোরিয়াল ট্রাষ্ট পরিচালিত আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় শনিবার বিকেলে উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমএ।
হাসপাতাল উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। আহমদ হাসান মেমোরিয়াল ট্রাষ্টের সাধারণ সম্পাদক পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরীর সঞ্চালনায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত, সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, হাসপাতালের দাতা সদস্য মোঃ দলিলুর রহমান, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মইনুদ্দীন মোর্শেদ, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply