কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মক্কী ইকবালের (৩৫) ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে ইউনিয়নের খোজাখালী স্টেশনে এই হামলার ঘটনা ঘটেছে।
ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল বলেন, ‘দুদিন ধরে টানা বর্ষণে খোজাখালীর ভোলপুকুর এলাকায় রাস্তার ওপর পানি জমে যায়। স্থানীয় লোকজন অভিযোগের ভিত্তিতে পানি নিষ্কাশন করতে রাস্তার পাশে বাঁধের মাটি সরিয়ে দেওয়া হয়। এতে রাস্তা পানি নিষ্কাশন হয়।’
তিনি আরও বলেন, ‘রাস্তার পাশে মাটি সরাতে গিয়ে একটি কলাগাছ নষ্ট হয়ে গেছে দাবি করে খোজাখালী ভোলপুকুর এলাকার মৃত আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ ছাদেক (৪২) ও তাঁর ভাই মো. সরওয়ার (৪৬) প্রকাশ্যে উষ্মা প্রকাশ করে। বিকেলে পাঁচটার দিকে স্টেশনে গেলে তখন ফের তাঁরা আমাকে ভর্ৎসনা করে হামলা করে। এতে আমার পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে দেয়। একপর্যায়ে সন্ত্রাসী কায়দায় বুকে কামড় যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। পরে তিনি স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।’
বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ ছাদেকুজ্জামান বলেন,
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় চেয়ারম্যান আমাকে মৌখিকভাবে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply