কক্সবাজারের চকরিয়ায় চাঁদাবাজির মামলার ৬ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় প্রদান করেন। জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা মোমেনা আক্তার বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা (৪১৭/২০২২) দায়ের করেন। উক্ত মামলার ৭জন আসামি মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র সহকারী জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উক্ত মামলার আসামী খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাসান মুুন্সির ছেলে ইউসুফ(২৫) এজলাসে না দাড়িয়ে কৌশলে কোর্ট এলাকা থেকে পালিয়ে যায়। আরো ৬ আসামী মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খুটাখালী এলাকার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে ফজলুর রহমান(৩৫) আমির সোলতান, মৃত গোলাম কুদ্দুসের ছেলে নুরুল আমিন, নুরুল কবির, নুরুল আবছারের ছেলে মুবিন ও মৌলভী ছৈয়দ হোছনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। মামলার বাদী মোমেনা আক্তার মোনা বলেন, ফজলুর রহমান হচ্ছে খুটাখালী এলাকার জবরদখলের মুল হোতা এবং আমির সোলতান মুন্সি হলো এই এলাকার জমি বেচাকেনা সিন্ডিকেটের প্রধান। তাদের সিন্ডিকেটের কাছে সবাই জিম্মি। এই সিন্ডিকেট বারবার হয়রানি করছে বলেও সে জানান। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নুরুল আজিম বলেন, চাঁদাবাজি মামলায় ৭ আসামী জামনি চাইতে আদালতে উপস্থিত হয়। শুনানী শেষে আদালতের বিচারক উপস্থিত ৬ আসামীর জামিন নামঞ্জুর করেন। মামলার অপর আসামি ইউসুফ এজলাসে না দাড়িয়ে কৌশলে কোর্ট এলাকা থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে ইয়াবাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান বাদী পক্ষের এই কৌশলী
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট সাইদুর রহমান বলেন, একটা মামলায় সাতজন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত সকলের জামিন নামঞ্জুর করেন এবং একজন আসামি কোর্ট এলাকা থেকে পালিয়ে যাওয়া, আসামি ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আসামি ইউসুফ কোর্টে উপস্থিত না হয়ে পালিয়ে যাওয়ায়, তার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং বাকি আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply