চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতরে একটি বন্য হাতি শাবকের মৃত্যু হয়েছে। বন বিভাগের ধারণা, দু-তিন দিন আগে লিভার ইনফেকশনে হাতি শাবকটি মারা গেছে। হাতিটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে বলে ধারণা করছেন তারা। কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটের মধুরশিয়া সংরক্ষিত বনের ইদ্রিসের ঘোনা নামক এলাকায় হাতি শাবকটি মারা যায়। গতকাল ৯ই অক্টোবর (রবিবার) সকালে স্থানীয় লোকজন হাতি শাবকটির মৃতদেহ দেখতে পায়। গতকাল রোববার বিকেলে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার সংরক্ষিত বনের ভিতর হাতি শাবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাতি শাবকটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে বলে জানান তিনি। বন বিভাগের এই কর্মকর্তা আরো জানান, ময়নাতদন্ত শেষে হাতি শাবকটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে হাতিটির মৃত্যু হয়েছে। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইন বলেন, হাতি শাবকটি লিভার ইনফেকশনে মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই বছরে কক্সবাজারের বনে ১০টি বন্য হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকটি হাতিকে গুলি ও বৈদ্যুতিক ফাঁদ পেতে মারা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply