চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-১৫। আটক আবু শোয়াইব (৩৫) রামপুর গুরুন্নেকাটা এলাকার মোঃ শফিকের পুত্র। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর আর.কে নূরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে শোয়াইবকে আটক করে। র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১৫। অভিযানের একপর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আবু শোয়াইব। এসময় তাকে ধাওয়া করে শফিং ব্যাগ তল্লাশী চালালে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলেও র্যাব জানায়।
Leave a Reply