চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক রেজাউল করিমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ৭ই নভেম্বর (সোমবার) সকালে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চকরিয়া পৌরশহরের সরকারি হাসপাতাল সড়কের মাথায় সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক মোঃ রেজাউল করিম নিহত হয়। নিহত মোঃ রেজাউল করিম (৩০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ২নং ওয়ার্ডের দিগরপান খালী এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে। নিহতের স্বজন রিদুয়ানুল হক মজিদী জানান, রেজাউল প্রতিদিনের মতো সোমবার সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে চকরিয়া পৌরশহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল সাড়ে দশটায় সরকারি হাসপাতাল সড়কের মাথায় পৌঁছালে হঠাৎ তার গাড়ীর উপর অপর একটি সিএনজি অটোরিকশার সামনের চাঁকা খুলে উল্টে তার গাড়ির উপর পড়ে যায়। এতে মারাত্মক ভাবে আহত হয় রেজাউল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চট্রগ্রাম মেডিকেলের সামনে পৌছালে দুপুর একটার দিকে সে মারা যায়। ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী রেজাউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন, চকরিয়া পৌর শহরে সিএনজি অটোরিকশার সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে চালাকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply