কক্সবাজারের চকরিয়া সিটি হাসপাতালে “হাসবে সকল শিশু ” স্লোগান কে সামনে রেখে ‘রয়েল গোল্ড’র সহযোগিতায় ও সেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি ক্লাব অফ ঢাকা হাতিরঝিল’র আয়োজনে থাউজ্যান্ড স্মাইলস এবং চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন ও ঔষধ প্রদানের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল (২৫ নভেম্বর) শুক্রবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। এসময় মোট ১৪ জন ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের অপারেশন করা হয়। ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা বলেন,তাদের সন্তানরা জন্মগতভাবে এ রোগে আক্রান্ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও পায়নি কোন প্রতিকার। পরে কিছুদিন আগে জানতে পারি চকরিয়া সিটি হাসপাতালে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন ও ঔষধ প্রদান করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে আমরা আমাদের সন্তানদের এ হাসপাতালে নিয়ে আসি এবং অভিজ্ঞ সার্জনদের দ্বারা অপারেশন দেয়া হয়। এক্ষেত্রে অপারেশন কিংবা ঔষধের জন্য একটা টাকাও আমাদের খরচ করতে হয়নি। রোটারি ক্লাব অফ ঢাকা হাতিরঝিল’র রোটারিয়ান আর্কিটেক্ট এবং থাউজ্যান্ড স্মাইলের কো-অর্ডিনেটর তামান্না মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার নিষ্পাপ শিশুটি যেমন হাসছে তেমনি অন্যের শিশুও আর ১০ টা শিশুর মতো হাসবে। জরিপ মতে বিশ্বের ৭০০ জনের ১ জন শিশু জন্মগতভাবে ঠোঁট কাটা বা তালু কাটা হয়ে থাকে। সে হিসেবে বছরে ৯৭ হাজারের অধিক শিশু এসমস্যা নিয়ে জন্ম নেয়। ঠোঁট কাটা তালু কাটা শিশুটির জন্ম শুধু ও সামাজিক সমস্যা নয়।আমাদের মতো দেশে পরিবারের অর্থনৈতিক সমস্যাও বটে।তাই সমাজের এমন অবহেলিত শিশুদের মুখে হাসি ফোঁটাতে আমাদের এ-উদ্যোগ। অন্যদিকে চকরিয়া সিটি হাসপাতালের ব্যপস্থাপনা পরিচালক হেফাজতুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, চকরিয়া সিটি হাসপাতাল শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। অধিকাংশ ক্ষেত্রে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে ব্যাতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান। গাইনী, মেডিসিন ও অর্থোপেডিক্স সহ প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দারা কম খরচে উন্নত সেবা প্রদানে তারা বদ্ধ পরিকর। এমনকি দূর্যোগ মোকাবিলায় প্রাকৃতিক সাইক্লোনেও ফ্রী এ্যাম্বোল্যান্স ও বিভিন্ন সময় ফ্রী চিকিৎসা সেবার ক্যাম্প সহ বিনামূল্যে বা গরিব রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সমাজের অবহেলিত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের নিয়ে আজকের এই আয়োজন। এমন একটি ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ নেওয়ার এক মাত্র কারণ হচ্ছে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীরা সমাজে অবহেলিত ও বঞ্চিত। এক কথায় বলতে গেলে সমাজের অন্তরায় তাদের অভিশপ্ত মনে করা হয়। গত ৩ বছরে চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনায় মোট ৫২ জন ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের অপারেশনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরানো হয়েছে। অপরদিকে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের অপারেশন করেন, সার্জন ডাঃ ইমরুল হাসান ওয়ার্সী, সহকারী সার্জন ডাঃ রাসফি, ডাঃ সাদাহ, এনেস্থিলজিস্ট ডাঃ কামাল উদ্দিন। এছাড়া টিমের অন্যান্য সদস্যরা হলেন, জেসমিন জান্নাত, নাঈমা, নুমায়ন, তাসলিম প্রমুখ। এদিকে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের চিকিৎসা কার্জক্রমে উপস্থিত ছিলেন, চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হেফাজতুর রহমান, পরিচালক আবদুল গফুর মানিক, তানভীর আহমেদ সিদ্দিক তুহিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ত্রিদিব রায়, ডাঃ অনন্যা সরকার ও ডাঃ আবদুল মান্নান।
Leave a Reply