নোয়াখালী জেলার সুবর্ণচর উপেজলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার চার জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) মাদ্রাসার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধান এবং চর জব্বর ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো. আবু তাহের ও ইউনাইটেড স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের যৌথ সঞ্চালনা এবং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসা মাঠে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ. এম. খায়রুল আনম সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি আয়োজক কমিটিকে শুভেচ্ছা জানান। আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে। এই মাদ্রাসা আলিমে উন্নীত করার জন্য আমি আমার সামর্থ্যের সর্বোচ্ছ প্রচেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় শিক্ষাব্যবস্থা এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চট্ট মেট্রো পিবিআই পুলিশ পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মোহাম্মদ ওমর ফারক, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ৩নং চরক্লার্ক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দিদারুল আলম সাহাব উদ্দিন, ৩নং চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার , চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি.কম, চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকসহ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বিদায়ী শিক্ষকদের মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে অবসর গ্রহণ পর্যন্ত শিক্ষার মানউন্নয়নে তাঁদের অক্লান্ত পরিশ্রমের স্মৃতিচারণ করে বলেন, এই মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মানউন্নয়নে শিক্ষকদের ভূমিকা ছিলো অতুলনীয়। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই এলাকায় শিক্ষার আলো প্রসারিত হয়েছিলো। অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা মাদ্রাসাকে দাখিল থেকে আলিম পর্যায়ে উন্নীত করার দাবি জানান।
প্রসঙ্গত,চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা রিজওয়ানুল বারী সহ চারজন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেন চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রফোরাম।
Leave a Reply