আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে নির্বাচনী আলোচনা সরব হয়ে উঠেছে । চলছে উন্নয়নমুখী চুল চেরা হিসাব। এ ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন চাঁদগ্রাম ইউনিয়নের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন।
জাসদ মনোনীত আব্দুল হাফিজ তপন চেয়ারম্যান হতদরীদ্র মানুষের জন্য ভিজিএফ কার্ডের ব্যবস্থা করা, বয়স্ক ভাতাসহ মাতৃকালীন ভাতা প্রদান করেছেন স্বচ্ছতার সাথে। জনগণের প্রত্যাশা আবারো বিপুল ভোটে নির্বাচিত হবেন তাদের প্রিয় চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন । চায়ের দোকান,হাট বাজারে এবং ইউনিয়নের গ্রামে গ্রামে চলছে আব্দুল হাফিজ তপন এর গুনকীর্তন । চাঁদগ্রাম ইউনিয়নবাসীর প্রত্যাশা পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে চাঁদগ্রাম হবে মডেল ইউনিয়ন পরিষদ ।
হতদরীদ্র কোন ব্যক্তি তার কাছে যেয়ে খালি হাতে ফেরেননি কোন দিন। সমাজ সেবায় তার অবদান অনন্য । যে কারণে চাঁদগ্রাম ইউনিয়ন বাসী তাকে উন্নয়নের রূপকার বলে অবিহিত করেন।
ভোটারদের আশা নিরপেক্ষ নির্বাচন হলে আব্দুল হাফিজ তপন নির্বাচিত হবেন বিপুল ভোটে । তাঁর জনপ্রিয়তা সবার শীর্ষে ।
তিনি এলাকাবাসী ও সকল মেম্বরদের সাথে নিয়ে করেছেন উন্নয়ন মুলক কাজ। তিনি চাঁদগ্রাম ইউনিয়নবাসীর দোয়া চান এবং তাকে মশাল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানান ।
Leave a Reply