হাইওয়ে পুলিশ প্রতিষ্ঠার ১৮তম বছর উপলক্ষে কুমিল্লা রিজিয়নের আওতাধীন চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আজ ১১ই জুন (রবিবার) সাড়ে ১১টার দিকে আলোচনায় সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চিরিংগা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (এসআই নিঃ) খোকন কান্তি রুদ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, এমপি। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও চিরিংগা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ আবু মুছা, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহেদ চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বাপ্পী শাহারিয়ার, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিরিংগা হাইওয়ে থানা পুলিশের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি’র ব্যক্তিগত পিএস আমিন চৌধুরী, আরাকান পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোঃ আবুল কালাম, পেকুয়া-মগনামা শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ আবছার, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, হাইওয়ে কমিউনিটি পুলিশ আজিজনগর বিটের সভাপতি মোঃ ফরিদ প্রমুখ। এ প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৫ সালের ১১ জুন হাইওয়ে পুলিশ প্রতিষ্ঠার পর থেকে মহাসড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। দেশের নয় হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে তিন হাজার কিলোমিটার মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ। মাদক, চোরাচালানসহ সড়কের নানা অপরাধরোধে ৩হাজার সদস্য কাজ করছে। সারা দেশের ৭৩টি থানা-ফাঁড়ির মাধ্যমে এই কাজ করা হচ্ছে। এসময় তারা আরো বলেন, প্রয়োজনের তুলনায় কম জনবল দিয়ে চলছে হাইওয়ে পুলিশ। তাই নতুন ইউনিট ও থানা ফাঁড়ি খুলতে হবে। প্রতিটি থানা ফাঁড়িতে একটি বা দুটি গাড়ি থাকা যথেষ্ট নয়। ৪০-৫০ কিলোমিটার থানা-ফাঁড়ি এলাকায় কাজ করতে গাড়ির সংখ্যা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তারা। এদিকে, হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চিরিংগা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (এসআই নিঃ) খোকন কান্তি রুদ্র বলেন, হাইওয়ে পুলিশ দেশ ও দেশের জনগণের সেবায় নিয়োজিত। সড়ক-মহাসড়কের বিভিন্ন অনিয়ম রোধ করা হাইওয়ে পুলিশ একার পক্ষে সম্ভব নয়। তাই সকলের সার্বিক সহযোগিতায় সড়ক-মহাসড়কের অনিয়ম দূর করতে হবে।
Leave a Reply