দিনাজপুরের চিরিরবন্দরে ননএমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।আজ এই চেক উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ করা হয়। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে চেক বিতরণ করা হয়।এ সময় স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর অনুদান চেক বিতরণ করা হয়।
বিভিন্ন মাধ্যমে জানা যায়, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীরা।তাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়। চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসে এ অনুদানের চেক বিতরণ করা হয়।এই চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক উপস্থিত ছিলেন।এছাড়া চিরিরবন্দর শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু ও চিরিরবন্দর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন সরকার উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
Leave a Reply