শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত 

চোরের তথ্য দিয়ে ফেঁসে গেলো যুবক, গোপন লেনদেন করে ছাড় পেলেন চোর

কক্সবাজার প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৭ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে গরুসহ আটক হওয়া ৪ গরুচোরকে পুলিশে সোর্পদ না করে ছেড়ে দিলেন ফাঁসিয়াখালী ইউপির ২নং ওয়ার্ডের এমইউপি ও প্যানেল চেয়ারম্যান আবদুল হক মানিক। জানা যায়, গত ৩০ জানুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের অলিশাহ বাজার এলাকায় গরুসহ এ ৪ গরুচোরকে আটক করে স্থানীয়রা।
এবিষয়ে গরুচোরদের তথ্যদাতা মোঃ শওকত ও স্থানীয়দের সাথে কথা বলার পর বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তারা জানান, এমইউপি আব্দুল হক মানিক চোর চক্রের কাছ থেকে ছেড়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেয় টাকা। চোরদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার পর চোরগুলোকে ছেড়ে দিতে জনসম্মুখে সাজান নাটক! বলতে গেলে সেই সাঁজানো নাটকের একটি দৃশ্যপট হচ্ছে: অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার পর চোরদের ছেড়ে দিতে এমইউপি আবদুল হক মানিক ফন্দি আটলেন গরুচোরের তথ্য দাতাকে বেঁধে রেখে গরুচোরদের ছেড়ে দিবেন। ঠিকই যেই কথা সেই কাজ। মূহুর্ত পার না হতেই স্থানীয় গ্রাম পুলিশকে মেম্বার আবদুল হক মানিক নির্দেশ দিয়ে দিলেন, চোরদের ছেড়ে দিয়ে চোরের তথ্য দাতা যুবক মোঃ শওকতকে বেঁধে রাখতে। যা এক প্রকার কৌশলে তথ্যদাতাকে চোর বানানোর অপচেষ্টা। যা দেখার পর ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালী অলিশাহ বাজারে উপস্থিত উৎসুক জনতা রীতিমতো হয়েছেন অবাক। এক পর্যায়ে চোরের তথ্যদাতা মোঃ শওকতকে মারধর করার চেষ্টা করলে উপস্থিত উৎসুক জনতা এমইউপি আব্দুল হক মানিকের সাথে প্রতিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এমইউপি আব্দুল হক মানিক চোরদের ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এদিকে গরুচোর চক্রের সদস্যরা হলেন যথাক্রমে; চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের গ্রামীণ ব্যাংক সেন্টার এলাকার আবুল হাসেম, ফাঁসিয়াখালী ৬নং ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এহেসানুল করিম, আবুল কাসেমের ছেলে আবুতালেব ও দিগরপানখালী ২নং ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে ফাহিম। এদিকে, গরুচোর চক্রের সদস্য আবুল হাসেমের বিরুদ্ধে এর আগেও ছাগল, কবুতর, মুরগি, ইজিবাইকের চার্জার চুরি করে ধরা খাওয়ার তথ্য ও রয়েছে এ প্রতিবেদকের কাছে। এ বিষয়ে এমইউপি আব্দুল হক মানিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি, চোর ধরার বিষয়টি স্বীকার করলেও টাকা হাতিয়ে নিয়ে চোর ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি এসময় আরো বলেন, স্থানীয়রা চোরদের ছেড়ে দিয়েছে। তখন প্রতিবেদক তার কাছে একজন জনপ্রতিনিধির উপস্থিতিতে কীভাবে জনগন চোর ছেড়ে দিতে পারে এমন প্রশ্ন করলে তিনি এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি। অপরদিকে এ ঘটনার বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ৩০জানুয়ারি সকালের দিকে অলিশাহ বাজারে ৪জন গরুচোরকে আটক করার ব্যাপারে আমি সেদিন সাথে সাথে অবগত হয়েছিলাম। ওই সময় আমি কক্সবাজার জেলা পুলিশ সুপারের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকার কারণে ২নং ওয়ার্ডের এমইউপি আব্দুল হক মানিককে বলেছিলাম গ্রাম পুলিশ দিয়ে আটককৃত সেই গরুচোরগুলোকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে। কিন্তু ঘটনার কিছুক্ষণ পর ঐ এলাকার কিছু লোকজনের মাধ্যমে জানতে পারি গরুচোরগুলোকে আইনের কাছে সোপর্দ না করে এবং ইউনিয়ন পরিষদের আনতে বললে সেখানেও না এনে এমইউপি আব্দুল হক মানিক ছেড়ে দিয়েছে বলে জানতে পারি। কিন্তু আব্দুল হক মানিকের কাছে আমি জানতে চাইলে সে আমাকে স্থানীয় জনতা চোরগুলোকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে। আমি এ বিষয়ে আরো খোঁজখবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..