জুলাইয়ে আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. হারুন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা বলছেন, হারুন প্রকাশ্যে হুমকি দিচ্ছে ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে সবাইকে দেখে নেওয়া হবে।’
জানা গেছে, মো. হারুন আশুলিয়া উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এলাকায় সে ‘যুবলীগ ক্যাডার’ নামেই বেশি পরিচিত। স্থানীয়দের অভিযোগ, হারুন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জমি দখল করে আসছে। কারও জমিতে নজর পড়লে মিথ্যা মামলা থেকে শুরু করে ভয়-ভীতি, হুমকি সবই ব্যবহার করছে সে।
এলাকাবাসীর ভাষ্য, হারুনের নামে যাত্রাবাড়ী থানা, আশুলিয়া থানা ও উত্তরা পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। তবে সেসব মামলার কোনোটিরই সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সে বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি জুলাই মাসে আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলায় সম্মুখসমরে নেতৃত্ব দেয় হারুন। সেদিন অস্ত্র হাতে নিয়ে সরাসরি ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গীরা। হামলায় আহত হন একাধিক শিক্ষার্থী।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, হামলার পর মামলা হলেও এখন পর্যন্ত আসামি হারুন গ্রেপ্তার হয়নি। উল্টো হারুন ও তার অনুসারীরা স্থানীয়দের হুমকি দিচ্ছে। জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন,এসব কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হারুনের বিরুদ্ধে আমরা থানায়, স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। উল্টো মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছে হারুনের লোকজন।’
এলাকাবাসীর দাবি, শিগগিরই হারুনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নয়তো তার ভয়ে কেউ নিরাপদ নয়।
Leave a Reply