সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্যের নর্থ ওয়েলস এর সাউথ ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক ডেপুটি মেয়র ও নর্থ ওয়েলস আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা আমজাদ আলী শফিক মিয়ার সমর্থনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জানুয়ারী) রাত ৮ টায় তিলোনা মাঠ সংলগ্ন, পৌরসভার ৬ নং ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ ফজর আলী। তরুন সমাজ সেবক বিশ্ব বৈদ্যের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সাধারন সম্পাদক মোঃ লিটন মিয়া, জলিল মিয়া, ছায়াদ আলী, নছির আলী, আনর আলী, আখলিছ আলী, ছোরাব আলী, রাখাল মিয়া, তাহের মিয়া, কুটি মিয়া, আব্দুল মনাফ, বক্কর মিয়া, নুর মিয়া, লাল শাহ, আবর আলী, পাখি মিয়া, মিলাদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় মেয়রপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ আলী শফিক বলেন, জীবনের শেষ বয়সে আমি আপনাদের কাছে এসেছি। অতীতে আমি কিছু চাইনি তবে এলাকার উন্নয়নে আমি যথাসাধ্য চেষ্টা করেছি।
মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কর্মসংস্থান সৃষ্টি সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি ও আমার পরিবার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।
উন্নয়ন বঞ্চিত অত্র এলাকার মানুষের জন্য আমি কিছু করতে চাই।
সুযোগ পেলে জনগনের অধিকার আদায়ে নিজেকে বিলিয়ে দেব।
তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। শুধু আপনাদের কাছে আগামি ১৬ জানুয়ারি মোবাইল ফোন মার্কায় ভোট প্রার্থনা করছি। আপনারা যদি আমাক নির্বাচিত করেন তাহলে এই পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসাবে উপহার দেব ইনশাল্লাহ।
Leave a Reply