পটুয়াখালীর দুমকীতে জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধে প্রতিপক্ষের হামলা-সহিংসতায় মোঃ জামাল হোসেন (৪০) নামের এক আনসার সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে এ হামলা-সহিংসতার ঘটনাটি ঘটেছে।
আহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় দীর্ঘবছর পৈত্রিক সম্পত্তি নিয়ে মামলা চলার পরে আমরা (মোঃ জামাল হোসেন) একতরফা কোর্টের রায়ে ৪.৬৬ একর সম্পত্তির মালিক হই। দীর্ঘদিন এই জমি নিয়ে একই গোত্রের প্রতিপক্ষ বশির সিকদার, আমির সিকদার, আব্দুল হক সিকদার গংদের সাথে বিরোধ চলছিল। শুক্রবার রাতের আঁধারে প্রতিপক্ষরা আমাদের ডিগ্রি প্রাপ্ত জমিতে দেয়াল নির্মাণ করলে পরদিন শনিবার সকালে দেয়াল নির্মাণে বাঁধা দিলে প্রতিপক্ষের বশির সিকদার, আমির সিকদার, আব্দুল হক সিকদার, মাসুম সিকদার গংরা মিলে আনসার সদস্য মোঃ জামাল হোসেনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্রশস্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে পার্শ্ববর্তী লোকজন আহত জামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে দুমকী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
দুমকী থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply