আওয়ামীলীগের নৌকা প্রতীকের তরুণ প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৭ আসনের লড়াই করছেন। আগামী (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-৭। এই আসনে প্রার্থী হিসাবে লড়াই করছে প্রায় হাফ ডজন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী। যাদের মধ্যে উল্লেখযোগ্য হেবিওয়েট প্রার্থী আওয়ামীলীগের মনোনীত এই আসনের বর্তমান সাংসদ হাজী সেলিমের বড় ছেলে মোহম্মদ সোলায়মান সেলিম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে । এ উন্নয়নের অব্যাহত ধারাকে ধরে রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। তিনি বলেন, গত কয়েকদিন ধরে প্রায় দশ হাজার লোক নিয়ে নির্বাচনী প্রচারণা করছি নৌকার । ঢাকা-০৭ আসনের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি মানুষের সাড়া পাচ্ছি। আমি এখানকার স্থানীয় ছেলে আমাকে কেউ বাধাগ্রস্ত করছে না, সবাই সহযোগিতা করছে। এই নির্বাচনে মানুষ আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে , দীর্ঘ দিন ধরে আমার বাবা এই আসনের সংসদ সদস্য ছিলেন তার কাজের মূল্যায়ন ও তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে এই এলাকার ভোটাররা আমাকে চিনে। করোনা মহামারীসহ যেকোনো দুর্যোগে আমি তরুণদের নিয়ে সব সময় এই এলাকার মানুষের পাশে ছিলাম। নবীন-প্রবীন, নারী-পুরুষ সবাই আমাকে নিবার্চিত দেখতে চায় তাই তারাই আমার নির্বাচনী প্রচারণায় স্বেচ্ছায় যুক্ত হয়ে আমার প্রচারণা করছেন।
যারা জণগণের সুখ দুঃখে জনগণের পাশে ছিল না তারা অনেকেই আজ নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু পুরান ঢাকার জনগণ তারা জানে কারা তাদের কাছের লোক নির্বাচন পরে হয় তো এদের পাওয়াও যাবে না।তিনি বিএনপি’র হরতাল অবরোধ সম্পর্কে বলেন, বিএনপি কার্যত জনবিচ্ছিন্ন হয়ে গেছে । তাদের হরতাল অবরোধে জনগণ সাড়া দিচ্ছে না । তারা হরতাল অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করেছেন। জ্বালাও পোড়াও এর নামে নাশকতা সৃষ্টি করেছেন, মানুষের জান মালের ক্ষতি করেছেন পরিবহনে আগুন দিচ্ছেন । জনগণের ক্ষতি করে রাজনীতি করা যায় না,তাই আজ তারা হারিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ঢাকা-০৭ আসনের জনগণের আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর উপর। তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।যদি নির্বাচনে জয়ী হতে পারি আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরান ঢাকার তরুণ-প্রবীণ, নারী-পুরুষ সকলকে নিয়ে সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজি সহ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে একসাথে কাজ করব।আমি ঢাকা সাত আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
Leave a Reply