আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি অতি পরিচিত এক নাম।অন্যদিকে বলিউড অভিনেত্রী আনুশকা পরিচিত সিনেমাপ্রিয় মানুষের কাছে ।গত ১১ জানুয়ারি বিরাট কোহলি ও আনুশকা শর্মার ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান।
কোহলি-আনুশকার মেয়েসন্তানের নাম রাখা হয়েছে ভামিকা। কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন। সাথে তিনজনের একটি ছবিও সংযুক্ত করেছেন।নতুন অতিথিকে নিয়ে বেশ কয়েকদিন জল্পনাকল্পনার পর তার নাম ঠিক করেছেন কোহলি ও আনুশকা।
বিয়ের আগে, দীর্ঘ সময় ধরে মন লেনাদেনা চলে কোহলি-আনুশকার। অবশেষে ক্রিকেট ও বিনোদন অঙ্গনের ঘোর গুঞ্জনকে সত্যি করে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুইজন। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালা বদল করেন তারা। এখনো গণমাধ্যমের ক্রিকেট ও বিনোদন বিভাগের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েই আছেন এই দম্পতি।
Leave a Reply