জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক মোঃ জালাল উদ্দিন।
রবিবার(১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহামুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়।
অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন রবিবার বিকাল সাড়ে চারটায় ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে অধ্যাপক জালাল উদ্দিন বলেন, “আপনাদের সকলের সহযোগিতা চাই। যদিও খুব অল্প সময়ের জন্যে দায়িত্ব তবু পূর্বের উপাচার্যের মতো শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা আমাকে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করি। দায়িত্বশীল হয়ে যেটুকু কাজ তা পালন করে যাবো।”
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. তারিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার, পরিবহন প্রশাসক ড. আরিফুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যাক্ষ মাসুম হাওলাদার, শিক্ষক সমিতির সভাপতি ড. এমদাদুর রাশেদ সুখন, বঙ্গবন্ধু নীল দলের সাধারণ সম্পাদক ড. মোঃ সেলিম আল মামুন, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুলাহ আল মামুন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টিতে চলতি মাসের ১৩ নভেম্বর চার বছরের দায়িত্ব পালনের মেয়াদ শেষ করেছেন সদ্য বিদায় নেয়া উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। ২০১৭ সালের ১৪ নভেম্বর উপাচার্য হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন তিনি।
Leave a Reply