মো. জোবায়ের হোসেনকে সভাপতি এবং মো. রামিম আল করিমকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালের জন্য ১৫ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান ও নির্বাচন কমিশনার ভাইস-চ্যান্সেলর অফিসের সেকশন অফিসার আইরিন আক্তার এবং অর্থ ও হিসাব দপ্তরের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসাইন সাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার শীল, যুগ্ম-সম্পাদক সিনিয়র ডেমোনস্ট্রেটর মোঃ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশিক সিদ্দিকী, কোষাধ্যক্ষ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা জোনায়েদ কবির,দপ্তর ও প্রচার সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান শাহীন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম রানা। এছাড়াও কমিটিতে নির্বাচিত ৮ কার্যকরী সদস্য হলেন- অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডল, সহকারী রেজিস্ট্রার মো. জাকিবুল হাসান, সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম খলিল, সহকারী রেজিস্ট্রার ফাহাদুজ্জামান মো. শিবলী, সহকারী রেজিস্ট্রার মো. আবু বকর সিদ্দিক, সেকসন অফিসার মো. এনায়েত কবির এবং প্রসাশনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদ।
নব-নির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সুস্থ-সুন্দর ক্যাম্পাস গঠনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply