টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবগঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব।
আজ সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ এবং শিক্ষক সমিতির অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণকালে উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মোঃ বশির উদ্দিন, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ মাহবুব, সদস্য মোঃ রকিবুল ইসলাম, মাহবুব আলম, মোঃ জাহিদ হাসান, মোঃ এমদাদুল হক, মোঃ নাজমুল হক, বুল রহমান।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড মোঃ কামরুজ্জামান সভাপতি ও ড মোঃ আবু সালেহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
Leave a Reply