নানারকম কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন করেছে পাবিপ্রবি ছাত্রলীগ।
কর্মসূচির অংশ হিসেবে শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল এবং পরবর্তীতে খাদ্য বিতরণ ও মশারী বিতরণ করে পাবিপ্রবি ছাত্রলীগ।
পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদের স্মৃতি চারন করা হয়!
পাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন– ” ছাত্রলীগ আমাদের প্রানের সংঘটন,বঙ্গবন্ধু আমাদের আদর্শ! কুচক্রী যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তাদের পুঞ্জিভূত আক্রোশের শিকারেই ১৫ আগস্টের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুই বাংলাদেশ।
জাতির পিতার এই হারানোর শোককে শক্তিতে রুপান্তর করে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে পারলেই, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন হবে। “
Leave a Reply