জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৃহষ্পতিবার ( ১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়স্থ “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন নাসিম আহমেদ জয়, শাহিন আলম, বাধন, তরুন, সৌমিক, নয়ন, হিরক, মিন্টু, আশিক, নাসিম, রনি, নাবিল, তুর্য্য,আসাদ প্রমুখ।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নেতা নাসিম আহমেদ জয় বলেন, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা দিনটিতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালীর রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সকলকে। যে দেশবিরোধী চক্র সেদিন বঙ্গবন্ধু কে হত্যা করেছিলো তারাই ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে। তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ কে সতর্ক অবস্থানে থাকতে হবে। শোক কে শক্তিতে রুপান্তরিত করে কাজ করে যেতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে।
Leave a Reply