আজ ১৫ আগষ্ট সকাল ১১ ঘটিকায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ,পাবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেলের উদ্যোগে পথচারীদের মাঝে খাদ্য ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় পথচারীদের মাঝে ১৫০ টি বৃক্ষ এবং ২৫০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
এ সময় শেখ রাসেল বলেন- জাতির পিতার নিজ হাতে গড়া শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ । বঙ্গবন্ধুর ভালোবাসার মণিকোঠায় ছিলো বাংলাদেশ। কিন্তু বাঙ্গালী জাতির অত্যন্ত দুঃখজনক ইতিহাস রচিত হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট। এই দিনে ঘাতক নির্মম বুলেটের আঘাতে নৃশংসভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ পরিবার। আজ বঙ্গবন্ধুর স্বরণে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সুযোগ্য সাধারণ সম্পাদক, সারা বাংলার প্রচন্ড অহংকার লেখক ভট্টাচার্য দাদার নির্দেশক্রমে গরীব অসহায়, পথচারীদের মাঝে খাদ্য ও বৃক্ষ বিতরণ করি এবং আগষ্ট মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যা বাস্তবায়ন করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন রাসেল ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান রাসেল মহোদয়, পাবিপ্রবির সম্মানিত প্রক্টর কামাল হোসেন, ছাত্রউপদেষ্টা সমীরণ কুমার সাহা সহ বিভিন্ন শিক্ষক ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply